সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শনিবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ব্যক্তি জামালপুরের ইসলামপুর উপজেলার কাদের মাস্টারের ছেলে কামাল হোসেন (৩৫)।
পুলিশ সূত্র জানায়, বুধবার (৬ এপ্রিল) রাতে ইসলামপুর পৌরসভার ভুক্তভোগী নারীকে তার নিজ বাড়িতে ভয় দেখিয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী এলাকার কামাল হোসেন। এ সময় ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখান। পরের দিন নির্যাতনের শিকার ভুক্তভোগী গৃহবধূ ঢাকায় পোশাক কারখানায় কর্মরত তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এদিকে আজ শনিবার ভুক্তভোগী মামলা দায়ের করেন।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, আমাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত বুধবার রাতে তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে আমার স্ত্রীকে ধর্ষণ করেন কামাল।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, আজ শনিবার দুপুরে ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। তবে মামলার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযানে চলছে।
সূত্র: আরটিভি