মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী তাহমিনা বেগম ও ইব্রাহিমের মেয়ে নুরজাহান এর পরিবারের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন তাঁর অফিস কক্ষে নিহত দুই পরিবারের হাতে পচিঁশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকার দুইটি চেক বিতরণ করেন। এছাড়া বজ্রপাতে মৃত্যু উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের আলম গাজীর স্ত্রী হেলেনা বেগম এর পরিবারের মাঝে বিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, সাংবাদিক, জনপ্রতিনিধি ও অফিসারবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার (১৭ এপ্রিল) খুলনা-বরিশাল-মহাসড়কের ঝালকাঠির গবখানটোল ঘরের সামনে ট্রাকচাপায় কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী তাহমিনা বেগম ও ইব্রাহিমের মেয়ে নুরজাহান নিহত হয়।
আরও পড়ুন : ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪জন নিহত