শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, সেনা সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন সরকার, বাংলাদেশ সেনাবাহীনির ওয়ারেন্ট অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাস্টার মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. ফজলুল হক মৃধা, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র, সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র ভূষন দাস, উপসহকারী কৃষি অফিসার মো. হাছিবুর রহমান প্রমূখ।