শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
লাভ বেশি খরচ কম হওয়ায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃষকরা ঝুকছে লাউ চাষে। উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া ফসল রক্ষা বাধেঁর দুই পাশে শত শত একর জমিতে লাউ চাষ করেছেন কৃষকরা।
আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও ভালো হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা বিষণ খুশি। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে বাঁশবুনিয়া এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়। কৃষকরা বাঁধের দুই পাড়ে লাউ চারা রোপন করে বাঁশ ও ঝাল দিয়ে মাচা তৈরী করেছেন।
মাচায় ঝুলছে শত শত লাউ। প্রতিদিন কৃষকরা এ লাউ কেটে বাজারে বিক্রি করছেন। অনেকে আবার ক্ষেতে বসে বিক্রি করছেন। উপজেলা বাঁশবুনিয়া গ্রামের কৃষক জগদিশ চন্দ্র শীল বলেন, কৃষি অফিস থেকে সার-বীজ, বালাই নাশক, নেট এবং কৃষি অফিসের অফিসারদের নিয়মিত পরামর্শ ও তদারকিতে ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে। একেকটি লাউ ৯০ থেকে ১২০ টাকায় বিক্রি করা যাচ্ছে।
ওই ব্লকের দায়িত্বে থাকা উপসহকারি কৃষি অফিসার মো.হাসিবুর রহমান জানান, কৃষকদের সকল ধরনের সহায়তা এবং পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় লাউ চাষ করে তারা সফলতা অর্জন করেছেন। পরিবারের চাহিদা পুরণ করে বাজারে বিক্রি করে ভালো আয় করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ইমরান বিন ইসলাম জানান, লাউ চাষে লাভ বেশি হওয়ায় দিনদিন চাষিরা লাউ চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি অফিস থেকে আন্তঃপরিচর্যাসহ তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।