বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় সেচ্ছাসেবী সংগঠন “রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘ” এর ব্যবস্থাপনায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার বলতলা দোগনা হাইস্কুল মাঠে দুইশত পঁচিশ জন নারী পুরুষের মাঝে ঢাকাস্থ ব্যবসায়ী সাফায়েত আলমের আর্থিক সহযোগীতায় এ শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল প্রধান অতিথি হিসেবে এ সব উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অমূল্য রঞ্জন বেপারী।
এ সময় বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া সিকদার, সমাজসেবক মোঃ জাকির হোসেন খান, তোফাজ্জল হোসেন খলিফাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল প্রতি বছর রমজান আসলে গরিব অসহায়দের মাঝে শারী, লুঙ্গি, পাঞ্জাবী ও ইফতার সামগ্রী বিতরণ করেন।