ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ইয়াবা ট্যাবলেটসহ মো. ফুয়াদ হাসান হাওলাদার (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮’র সদস্যরা।
সোমবার (১৪মার্চ) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব বাদুরতলা মুন্সিবাড়ি ব্রিজ এলাকা থেকে মাদক ক্রয় করার সময় ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার সহযোগী আনোয়ার মল্লিক পালিয়ে যায়। উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার মো. হালিম হাওলাদারের ছেলে মো. ফুয়াদ হাসান হাওলাদার (১৯) ও একই এলাকার মৃত শামসের মল্লিকের ছেলে মো. আনোয়ার মল্লিক(৩০)।
ফুয়াদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন ৪.৫ গ্রাম নগদ ৪হাজার ৩শত টাকা ও মাদক ক্রয়-বিক্রিয় কাজে ব্যবহৃত ভিভো টাচ মোবাইল উদ্ধার করে র্যাব-৮। এ ঘটনায় সোমবার রাতে র্যাবের ডিএডি জি এম আনসার আলী বাদী হয়ে ফুয়াদ ও আনোয়ার মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুয়াদকে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, র্যাবের করা মামলায় ফুয়াদকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৫মার্চ) সকালে ঝালকাঠি বিজ্ঞ আদালতে পাঠানো হবে।