বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
সাইদুল ইসলাম, রাজাপুর:
ঝালকাঠির রাজাপুরে ২০২৩-২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে ৷ শুক্রবার বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার নৈকাঠি বিল এলাকায় মাছের পোনা অবমুক্ত করেন৷
এ সময় তারা দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল ও শিং মাছের ৯ শ ৬৮ কেজি পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ুম, বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, ইউএনও ফারহানা ইয়াসমিন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, উপজেলা মেরিন ফিসারিস কর্মকর্তা মাহমুদুল হাসান সহ অনেকে ৷