ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত হলো উপজেলার দক্ষিন তারাবুনিয়া এলাকার মৃত মোতাহার আলী ব্যাপারীর ছেলে মো. নুরুল ইনলাম ব্যাপারী (৫৭)।
গতকাল বুধবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৮০ গ্রাম গাঁজা উদ্ধার করেন র্যাব।
এ ঘটনায় তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে নুরুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।