মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মো. মনির হোসেন (২৮) নামে এক মাদকব্যবসায়ীকে ৩৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগতরাত পোনে ১০টার দিকে উপজেলার মিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গাজীমুড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. মনির হোসেন
জানাগেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসএআই মো. খোকন ও মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মিলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপর এক আসামি উপজেলার কানুদাসকাঠি এলাকার মো. জলিল আকনের ছেলে মো. সাইদুল আকন (৪৫) পালিয়ে যায়।
রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতকের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ২০)। বুধবার সকালে মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।