সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন

রাজাপুরে প্রধানমন্ত্রীর কাছে বসতঘর চেয়ে মুক্তিযোদ্ধা পত্নীর আকুতি

রাজাপুরে প্রধানমন্ত্রীর কাছে বসতঘর চেয়ে মুক্তিযোদ্ধা পত্নীর আকুতি

রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে মৃত. বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান খান এর পতœী ও সন্তানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বসতঘর চেয়ে আকুতি জানিয়েছেন। উপজেলার সদর ইউনিয়ন এর মৃত. বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান খান পতœী সুফিয়া বেগম তার সন্তানদের নিয়ে একটি পুরানো ভাঙ্গা ঘরে বসবাস করে আসছে। গত ২৪ অক্টোবর সোমবার ঘূর্নিঝড় সিত্রাং এর আঘাতে সুফিয়া বেগমের বসতঘরের আংশিক ক্ষতিগ্রস্থ হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পরছে।

সুফিয়া বেগম বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের জানান, তার স্বামী একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এ দেশ স্বাধীন করেন। তিনি গত ৪ নভেম্বর ১৯৯৯ সালে মারা গেছেন। তিনি মারা যাবার পর তার সন্তানদের নিয়ে এই খুপড়ি ঘরে বসবাস করে আসছে। তিনি প্রধানমন্ত্রীর উপহার একটি বসতঘর পাওয়ার জন্য গত বছরের ৩০ ডিসেম্বর রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করলেও কোনো অদৃশ্য কারনে তার নাম তালিকায় আসে না বলে এমনটি অভিযোগ করেন।
বীর মুক্তিযোদ্ধা আ: মান্নান খান এর ছেলে শামিম খান জানান, তার বাবার মৃত্যুর পরে তার মা সুফিয়া বেগম অনেক কষ্ট করে তাদের বড় করেছেন। তিনি বর্তমানে অসচ্ছল ও অসহায় হয়ে পরেছেন। প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ একটি বসতঘর পেলে মা শেষ বয়সে একটু শান্তিতে বসবাস করতে পারতেন এবং আমাদের অনেকটা কষ্ট লাগব হতো।

 

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana