ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলা চত্ত্বরে রোববার সকালে প্রতিবন্ধীদের জন্য দুই দিনব্যাপি ভ্রাম্যমান চিকিৎসা সেবা শুরু হয়েছে। এ সময় দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরন করা হয়। সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ঝালকাঠির উদ্যোগে আয়োজিত ভ্রাম্যমান গাড়িটিতে প্রতিবন্ধীসহ নানা রোগের শতাধিক রোগীরা সকাল থেকে চিকিৎসা, ব্যবস্থাপত্র ও থেরাপি সেবা নিচ্ছেন। এ সময় ঝালকাঠি জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খায়রুল ইসলাম, রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ক্লিনিক্যাল ফিজিও থেরাপিষ্ট ডা. মোঃ মহিবুল্লাহ, থেরাপি সহকারি সাইফুল ইসলাম ও মাসরুক আহম্মেদ প্রমুখ। প্রতিদিন সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ২ দিনব্যাপি এ সেবা দেয়া হচ্ছে।