মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে সন্তানহীন অসহার এক বৃদ্ধার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে জমির কেয়ারটেকারের দায়িত্বে থাকা মো. শাহিন হাওলাদারের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিক ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন জমির মালিক শাহিনুর বেগম।
শাহিন উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেনীর কর্মচারি (দপ্তরী) মো. নুরুল ইসলামের বড় ছেলে ও কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সদরের টিএন্ডটি সড়কে অবস্থিত ঐ জমি মো. তুজাম্বর আলী জমাদ্দারের মেয়ে শাহিনুর বেগমের। সন্তানহীন শাহিনুর সেখানে ছোট একটি ঘর নির্মান করে একা বসবাস করতেন। আর শাহিন কেয়ারটেকার হিসেবে তার দেখাশুনা করতেন। চারমাস পূর্ব থেকে শাহিনুর বেগম অসুস্থ্য হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এই সুযোগে শাহিন অবৈধভাবে তার জমিতে ভবন নির্মাণ করেছেন যা প্রতিবেশীদের কাছ থেকে অসুস্থ্য শাহিনুর জানতে পারেন। এছাড়াও শাহিন জাল-জালিয়াতির মাধ্যমে ঐ জমির দলিল তৈরি করেছে বলেও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন। বর্তমানে শাহিনুর বেগম অসুস্থ্য থাকায় নিরুপায় হয়ে ই-মেইলের মাধ্যমে আইনের সহায়তা প্রার্থনা করেন।
স্থানীয়রা জানায়, বাড়ির মালিক শাহিনুর বেগম অসুস্থ্য হয়ে অনেক দিন থেকে ঢাকায় চিকিৎসাধিন রয়েছে। হঠাৎ করে বাড়ির কেয়ারটেকার শাহিন নতুন ভবনের কাজ শুরু করে। ঘটনাটি আমরা বাড়ির মালিককে জানাই।
এ বিষয়ে অভিযুক্ত মো. শাহিন হাওলাদার জানায়, “সম্পূর্ন অভিযোগ মিথ্যা বৃত্তিহীন, আমার জমিতেই আমি ভবন নির্মাণ করছি।”
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, “ই-মেইলে অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”