সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল ৩টায় রাজাপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত সাংবাদিক এবং মৎস্য চাষিদের সাথে উপজেলা মৎস্য অফিসের বাৎসরিক কার্যক্রম এবং মৎস্য সপ্তাহের কর্মসূচি নিয়ে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) মোঃ মোজাম্মেল হক, মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসান।