রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

রাজাপুরে ঘর ভাংচুর ও চাদা দাবীর অভিযোগে উপজেলা বিএনপি সভাপতিসহ ১৪ জনের নামে মামলা

রাজাপুরে ঘর ভাংচুর ও চাদা দাবীর অভিযোগে উপজেলা বিএনপি সভাপতিসহ ১৪ জনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধিঃ

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরপপরই ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মামুন হোসেনকে মারধর, বসতঘর ভাংচুর এবং ৫ লাখ টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে আদালতের নির্দেশে দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির ৩৮০/৫০৬ ধারায় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ সহ ১৪ জনের নামে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ৭ তারিখ ১৭/৯/২৪ জিআর নং ১০৮/২৪।

মামলার বাদি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. নাসির উদ্দীনের ছেলে মো. মামুন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

মামলায় আরও যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন, মো. মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, মো. শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ এবং সাগর শরীফ।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, ‘বাদির অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ মোতাবেক রাতেই মামলাটি রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana