শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

রাজাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাইদুল ইসলাম, রাজাপুর:

ঝালকাঠির রাজাপুরে “তরুণ প্রজন্ম সংঘ” এর উদ্যোগে গত ১৫ই নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলমান মাসব্যাপী সদস্য সংগ্রহ ক্যাম্পেইনে সদস্য হওয়া নবাগত সদস্যদের নিয়ে আলোচনা সভা ও ২০২২ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ঘটিকায় নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরামর্শ পরিষদ এর সদস্য মাওলানা কাওছার আলম। সংগঠনের সভাপতি এম আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরামর্শ পরিষদ এর সম্মানিত সদস্য ও নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইমদাদুল হাসান, মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মুহাম্মদ আরিফ বিল্লাহ, মোঃ মাহবুব বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী অর্থ সম্পাদক মোঃ রাহাত, তথ্য ও প্রচার সম্পাদক, মোঃ ইমরান হোসেন, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ শোয়েব, সহকারী ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য মুহাম্মদ আব্দুর রহমান, আরিফ বিল্লাহ, হাসান,শরিফুল ইসলাম প্রমূখ ।

উল্লেখ্য, সংগঠনটি গত ৯ই এপ্রিল ২০২১ইং সালে প্রতিষ্ঠার পর থেকেই এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন সহোযোগিতা ও সংস্কার কাজে যুগোপযোগী কর্মসূচি পালনের মাধ্যমে বিশেষ ভুমিকা পালন করে আসছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

সম্পাদকীয় কার্যালয়: কাঠালিয়া বার্তা
কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি।
মোবাইল: 01774 937755









Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana