ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মো. ইব্রাহীম রাসেল ওরফে (জামাই) রাসেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬জানুয়ারি) সন্ধ্যায় রাজাপুর উপজেলা সদরের বাজার রোড খালের পার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে রাজাপুর থানা পুলিশ। পুলিশ জানায়, ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার টিয়ারা এলাকার মো. ওয়ালীউল্লাহর ছেলে ইব্রাহিম রাসেল। বর্তমানে রাসেল রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকে। এবং রাজাপুর উপজেলায় থেকে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এর আগেও গত ২৫ ফেব্রুয়ারি রাজাপুর থানা পুলিশ তাকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছিল।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। শনিবার (৭জানুয়ারি) সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।