ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় প্রেসক্লাব চত্তরে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সোনালী অতীতকে হারিয়ে বায়েজিদ ট্রেডার্স চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) আনুজা মন্ডল, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম খান। উল্লেখ্য ইউএনও কাপ টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশগ্রহন করেন।