বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় অত্র কলেজের আয়োজনে কলেজ সবুজ চত্ত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের গভনিং বডির সদস্য আলহাজ্ব মো. নাসিম উদ্দিন আকন, আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের দাতা সদস্য মো. আদনান ওমর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দিন সেলিম। পরে একই মঞ্চে আলহাজ লালমোন হামিদের ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।