সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
মাঝ পদ্মায় দুই ফেরির সংঘর্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের বাসিন্দা মো. খোকন সিকদার (৪০) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নিহত খোকন সিকদার চিংড়াখালী ক্লাব ও পাঠাগারের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন এবং ওই গ্রামের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান মো. হারুন সিকদারের ছেলে। তার দুই স্ত্রী ও তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
জানাযায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পদ্মা নদীর শরীয়তপুরের জাজিরার পাইনপারা চ্যানেলের মুখে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেগম সুফিয়া কামাল ফেরিতে দাঁড়িয়ে থাকা খোকন সিকদার ফেরির ধাক্কায় দুই গাড়ির মাঝে চাপা পড়ে মারা যান। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন এবং পিরোজপুরের চরখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
স্বজনরা জানায়, খোকন সিকদার নিজের পিকআপ নিজেই চালাতেন। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে পদ্মা নদীতে ফেরি পার হওয়ার সময় সংঘর্ষে তিনি মারা যান। আজ রোবাবর মাগরীব নামাজবাদ তার নিজ বাড়ীতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।