বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বৃষ্টি এলেই জলাবদ্ধতা!

ঝালকাঠিতে বৃষ্টি এলেই জলাবদ্ধতা!

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকঠিতে বৃষ্টি এলেই যেন জলাশয়ে পরিনত হয় রাস্তাঘাট। সামান্য বৃষ্টি হলেই ডুবেযায় যায় রাস্তাঘাট।

এর প্রধান কারন হিসেবে পানিবন্দি হওয়া বাসিন্দারা বলেন, পৌর এলাকায় অপরিকল্পিত ড্রেন নির্মান করার কারনেই এ অবস্থা।

১৫ মিনিটের বেশি সময় বৃষ্টি হলেই পৌর শহরে মসজিদবাড়ি সড়ক, টিন পট্টি, থানা রোড, কাপুড়িয়া পট্টি, কুমার পট্টি পূর্ব কাঠপট্টি, বাকলাই সড়ক পানিতে ডুবেযায়।

এসব এলাকার বাসিন্দাদের দূর্ভোগের যেনো শেষ নেই। রাতে বৃষ্টি হলে তাদের কষ্ট বেড়েযায়।

মসজিদবাড়ি সড়কের বাসিন্দা গিয়াস উদ্দিন সহ একাধিক বাসিন্দা জানান, মেঘ দেখলেই অফিস তালা দিয়ে বাসায় চলে যাই, কারন বৃষ্টি হলে ড্রেন ভরেগিয়ে অফিসের মেঝেতে পানি উঠে যায়।

ষ্টেশন রোডের ব্যবসায়ী মামুন হোসেন বলেন, বৃষ্টির পানিতে দোকানের মালামাল নষ্ট হয়ে যায়। এর কারন ড্রেনের পানি দ্রুত নামেনা। টিন পট্টির ব্যবসায়ী তারা তালুকদার বলেন, ছোট ড্রেন নির্মান করায় পানি নামতে পারেনা তাই আমাদের দোকান/বাসা ডুবে যায়।

কাপুড়িয়া পট্টির বাসিন্দা মো. শাহজাহান বলেন, শহরের ভিতরে থাকা সব’কটি খাল বেদখল হয়ে গেছে। তার উপর পৌরসভার অপরিকল্পিত ড্রেন নির্মান, সব মিলিয়ে ভোগান্তিতে আমরা।

এবিষয় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার জানান, আমরা ডিপ ড্রেনের কাজ শুরু করেছি, এ কাজ সমাপ্ত হলে পৌর এলাকায় জলাবদ্ধতা আর থাকবে না।
তবে কথার ফুলঝুরি নয় বাস্তবে এ জলাবদ্ধতা থেকে পরিত্রান চান ভুক্তভোগী জনগন। সংশ্লিষ্ট বিষয়ে তারা কতৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana