সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
বরিশাল প্রতিবেদক:
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে সদ্য এইচএসসি উত্তীর্ণ এক কলেজ ছাত্রী। গত ২৮ ফেব্রæয়ারি (সোমবার) রাত থেকে চাখার ইউনিয়নের পশ্চিম চাখার গ্রামের হোসেন হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী রাজিবের বাড়িতে একই ইউনিয়নের মৃত বিএনপি নেতা শহিদ মনিরের মেয়ে শান্তা বিয়ের দাবীতে অবস্থান করে যাচ্ছে।
কলেজ ছাত্রী শান্তা জানান, ‘সৌদি প্রবাসী রাজিবের সাথে গ্রামে থাকা অবস্থায় আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এরপর রাজিব বাহিরে চলে গেলে আমি পারিবারিক কারনে বরিশালে ফুফুর বাসায় থেকে বড়তলায় একটি সুপার শপে কাজ নেই। পরবর্তীতে রাজিব আমাকে বলে তুমি কাজ করো জানলে আমার পরিবার তোমাকে মেনে নিবে না। তাই আমি কাজ ছেড়ে দিয়ে আলাদা বাসা নেই এবং রাজিব আমাকে যাবতীয় খরচ পাঠিয়ে দিত।
প্রেমিকা শান্তা আরও জানান, রাজিব সৌদি থেকে বাংলাদেশে আসার পরে ১৫ ফেব্রুয়ারি বরিশালে আমার বাসায় আসে এবং আমরা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একসাথে থাকি । এরপর আমাদের বিয়ের জন্য কিছু কাগজপত্রের সমেস্যার কারনে রাজিব বাড়িতে যায় আর ফিরে আসে না। রাজিব ফিরে না আসায় আমি ওদের বাড়িতে এসে অবস্থান করছি। কিন্তু রাজিবের পরিবার বলছে ছেলে ঢাকা চলে গেছে সে ফিরে আসলে কি করা যায় দেখা যাবে।
প্রেমিকা শান্তা আরও বলেন, ৫ দিন ধরে আমি রাজিবের বাড়িতে অবস্থান করছি এখন তারা আরও দুই দিন সময় চেয়েছে বলছে এর মধ্যে রাজিব ফিরে আসবে।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা চলছে কলেজ ছাত্রী এখনও রাজিবের বাড়িতে অবস্থান করছে। ছেলে শুনছি ঢাকা আছে দুই দিন পর বাড়িতে আসবে।’