বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঝালকাঠির রাজাপুরের হঠাৎ বিশখালী নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনের কবলে পরেছে ছয়টি দোকানঘর। এদের মধ্যে একটি মুদীমনোহারি, একটি ঋষি ও বাকি গুলো চায়ের দোকান ছিল।
সোমবার (১২সেপ্টেম্বর) রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বিশখালী নদী সংলগ্ন বাদুরতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো নাসির হাওলাদার, জুয়েল শরীফ, শাহজাহান শরীফ, জামাল হাওলাদার, আবু খলিফা ও বাবুল ঋষি।
স্থানীয় মো. রুহুল আমিন জানান, দুপুরে হঠাৎ বিশখালী নদীতে ভাঙ্গন দেখা দেয়। এতে দোকান মালিকরা ঐ ভাঙ্গন এলাকা থেকে তাদের ছয়টি দোকানঘরসহ মালামাল সরিয়ে নেয়। পরে ঐ স্থানের সমতল ভূমি নদী গর্ভে বিলিন হয়ে যায়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেছি তাদের জন্য পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com