মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগদিতে ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির দু’গ্রুপের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাসষ্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেন সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমর এর অনুসারীরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল জলিল মিঞাজী। বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস আলী, মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসিব ভ‚ট্টো প্রমূখ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই গণসমাবেশে যোগদিতে গতকাল বুধবার বিকেলে উপজেলার বাসষ্ট্যান্ডে মাদ্রাসা রোডের অভিমুখে প্রস্তুতি সভা করে উপজেলা বিএনপি (রফিকুল ইসলাম জামাল এর অনুসারী)। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মো. শাহদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলীমূল ইসলাম আলীম মুন্সী প্রমূখ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাশেষে বিএনপির নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন।