সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
বরিশালে মামলার এজাহার নামীয় আসামী আটকের পর ছিনিয়ে নেয়া এবং পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়ন্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২৫ জনের নাম উল্লেখ ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করা হয়। কোতয়ালী পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া আসামি শহিদসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে যে ৭জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ আটককৃতরা হলো তারেক শাহ, শহিদুল, স্বপন, অলি, পারুল বেগম, পারভেজ, রাজিব। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভ‚ঞা বলেন, যে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া যারা তাকে ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতার অভিযান চলছে।