সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন

নামাজ পড়ে এসে আর খুঁজে পায় না অটোরিকশা

নামাজ পড়ে এসে আর খুঁজে পায় না অটোরিকশা

নামাজ পড়ে এসে আর খুঁজে পায় না অটোরিকশা

নামাজ পড়ে এসে আর খুঁজে পায় না অটোরিকশা, আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা চাঁন মিয়া

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকায় মসজিদের সামনে অটোরিকশাটি রেখে নামাজ পড়তে যান চাঁন মিয়া আকন নামাজ শেষে এসে আর অটোরিকশাটি খুঁজে পায় না।

শনিবার (৪ নভেম্বর) মাগরিবের নামাজের সময় চুরি হয়ে যায় ঊনষাট বছর বয়সী চাঁন মিয়া আকনের অটোরিকশা। এতে অসহায় হয়ে পড়েছেন চাঁন মিয়া। তিনি দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি চুরি হওয়া অটোরিকশা। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তিনি। অসহায় চাঁন মিয়া আকন শহরের কলাবাগান এলাকার মৃত শাহ আহম্মদ আকনের ছেলে।

চাঁন মিয়া আকন বলেন, গতকাল সন্ধ্যায় অটোরিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি আমার অটোরিকশা নাই। এটা দিয়েই আমার সংসার চলতো। অনেক খোঁজা খুঁজি করেও কোথাও পাইনি। বর্তমানে আমি গাড়িটি হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, এই অটো রিকশাটিই ছিল তার আয়ের প্রধান উৎস।নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুব কষ্টকর। বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত।

অটোরিকশা চালক মো: বাবুল হাওলাদার বলেন, চান মিয়া ভাই আমাদের সাথেই গাড়ি চালাতেন। গতকাল সন্ধ্যায় চোর চক্র তার গাড়িটি নিয়ে যায়। বর্তমানে তার আয় বন্ধ হয়ে গেছে।

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ বলেন, গতকাল সন্ধ্যায় চুরি হয়ে থাকলে বিষয়টি আমাদের জানা নেই।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana