রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটি উপজেলার প্রবীণ সাংবাদিক এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মান্নান ফারুক্কী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নলছিটিসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন- এমন অসংখ্য সাংবাদিকদের তিনি নিজে সাংবাদিকতায় হাতে খড়ি দিয়েছেন। তার মৃত্যুতে সামাজিক রাজনৈতিক, সংবাদকর্মীসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। বিকাল সাড়ে ৫টায় নলছিটি মারকাজুল কুরআন মাদরাসা মাঠে নামাজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।