মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটিতে ঝোপের ভিতর থেকে মোনায়েম হাওলাদার নামে ২০ মাস বয়সী এক শিশুর মর’দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ মে) রাত দশটার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ঝোপের ভেতর থেকে নিখোঁজ শিশু মোনায়েমের লা’শ উদ্ধার হয়। নিহত শিশু ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে।
নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার অভিযোগ করে বলেন, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর কিছু দিন আগে মারা যায়। আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আমার স্ত্রী শ্বশুর বাড়িতে থাকেন। তাদের সাথে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলছিলো। রবিবার বিকেল চারটার দিকে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজি করে ঝোপের ভেতর থেকে নিহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করি। এসময় চোখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল । আমার ছেলেকে হত্যা করে ওখানে ফেলে রাখছে। আমি এর বিচার চাই