বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

নলছিটিতে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

নলছিটিতে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করনের দাবীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় মানববন্ধন করেছে শিক্ষকরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক নেতারা তাদের বক্তব্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে অতিসত্বর জাতীয় কারনের দাবি তুলে ধরেন। এসময় তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুঃখ-দুর্দশা, অর্ধাহারে-অনাহারে জীবন যাপনসহ বিভন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা আরো বলেন, শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার এক ঐতিহাসিক’ আদেশে দেশের ২৬ হাজার রেজিষ্ট্রী প্রাইমারি স্কুলকে একযোগে জাতীয়করণ করা হলেও, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে এখন পর্যন্ত সরকার কর্তৃক তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ রেখে সকল মাদরাসা সমূহকে জাতীয়করণ করে শিক্ষকদের সরকারি বেতন-ভাতা ভুক্ত করার আহবান জানানো হয়। এসময় জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির আহ্বায়ক ও তেওলা রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল সালামসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana