রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

নলছিটিতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নলছিটিতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রাম নিবাসী শিক্ষানুরাগী, সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম হাওলাদার (নজির মাষ্টার) কে রাষ্টীয় মর্যাদায় দাফন কার্য সম্পম্ন করেছে নলছিটি উপজেলা প্রশাসন।

সোমবার বাদ আসর নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশন (ভূমি) মোঃ সাখাওয়াত হোসেনসহ পুলিশের একটি দল মরহুমকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড্যা.এম আলম খান কামাল, নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেরাজুল ইসলাম সেলিম, এ্যাড.মোঃ হারুন , এ্যাড. মোহাম্মদ হোসেন আকন খোকন, রানাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নৌকার প্রার্থী শাহজাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক- কর্মচারীসহ তাঁর অগনিত ছাত্র, আত্মীয়-স্বজনরা ও গুনাগ্রাহী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, চার মেয়ে ও নাতি -নাতনী রেখে যান। তার প্রতিষ্ঠিত ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana