মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

নলছিটিতে ফ্রি অক্সিজেন সেবা

নলছিটিতে ফ্রি অক্সিজেন সেবা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় নলছিটি পৌর ভবন চত্বরে দুঃস্থ কল্যাণ সংস্থা(দুকস)’র মানবিক কাজের উদ্বোধন করেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান ।

দুঃস্থ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচ এম সিজারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমনের সঞ্চালনায় ফ্রি অক্সিজেন সেবা প্রদান অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক সহ শুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের ফ্রি অক্সিজেন সার্ভিস দেওয়ার ঘোষণা দেয়া হয়। এছাড়াও যাদের আর্থিক সামর্থ্য আছে এমন পরিবার গুলো চাইলে রিফিল চার্জ বাবদ ৫শত টাকা অনুদান দিতে পারবে। বীর মুক্তিযোদ্ধা ও অসহায়দের জন্য এ সেবা সম্পুর্ণ ফ্রি বলে জানান দুকস পরিচালক।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana