মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন

নলছিটিতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

নলছিটিতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দির্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি’র সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা লস্কর।

এছাড়াও অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলাপরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা কৃষকলীগ সভাপতি কিরোজ আলম খান, উপসহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কাজল হোসেন, কৃষক জামাল হাওলাদার প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিস¤প্রসারণ কর্মকর্তা আলী আহম্মদ।এসময় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন। মেলায় মোট ১১টি স্টল প্রদর্শনিতে অংশ নেয়।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana