মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

নলছিটিতে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম ও আইন প্রয়োগ বাস্তবায়নে আলোচনা সভা

নলছিটিতে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম ও আইন প্রয়োগ বাস্তবায়নে আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা এবং তামাক নিয়ন্ত্রণ আইন (২০০৫) প্রয়োগ নিশ্চিত করন বিষয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান,উপজেলা টাস্কফোর্স কমিটি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ সেবা কেন্দ্র সমূহের প্রতিনিধিদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ জুলাই -) সকাল ১০ টায় গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির যৌথ আয়োজনে নলছিটি চায়না মাঠ সড়ক এন এম এসের সভা কক্ষে কক্ষে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) মোঃ রাসেল ঢালী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির সদস্য মাহমুদ আলম জোমাদ্দার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান আকন্দ, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাসার৷ রানা,নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল করিম মিঠু মিয়া, নলছিটি প্রেস ক্লাব এর সহ সভাপতি মোঃ ইউসুফ আলী তালুকদার, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দা মাহফুজা বেগম,নলছিটি পৌরসভার কাউন্সিল ও নলছিটি তামাক নিয়ন্ত্রণ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ ফিরোজ আলম খান, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, মিতু সেতু এন্ড চ্যারিটাবর সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আকন ও গ্রামীন উন্নয়ন সংস্থার সম্পাদক মুকুল পারভীন প্রমূখ। বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগে কার্যকরী পদক্ষেপ সহ তামাক জাত দ্রব্যের নানা ক্ষতিকর দিক তুলে ধরেন।

এসময়ে তারা সরকার ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকের ব্যাবহার শূন্যের কোঠায় নামিয়ে এনে সরকারের ভিষণ ও মিশন বাস্তবায়নে সকলের প্রতি উদ্বাত্ত আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন -সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana