মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
‘দক্ষ যুব মমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস-২১ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুম্পা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী। সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা রিট’র নির্বাহী পরিচালক আক্তারুজ্জামান, এন এম এস’র নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা, মতু সেতু চেরিট্যাবেল সোসাইটির নির্বাহী পরিচালক নুরুজ্জামান আকন, নারী উদ্যোক্তা সনিয়া আক্তার প্রমুখ।
এসময় উপজেলা’র বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।