মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ।
শনিবার (২০ আগষ্ট) সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামাল হোসেন(এডিসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলকাঠি ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, আরও উপস্থিত ছিলেন, শামছুল আলাম বাহার, ওলিউর রহমান লিটন, অ্যাডভোকেট মাসুদ হোসেন, রাকিব হোসেন প্রমুখ।
সভাপতিত্ব করেন পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন জোমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম শফিক। সবশেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মানসূচক ক্রেষ্ট ও বই উপহার হিসেবে প্রদান করা হয়।