শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় সুশাসনের জন্য নাগরিক-সুজন উপজেলা শাখার পক্ষ থেকে অন্তবর্তি সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান নির্বাচিত হওয়ায় সুজন সম্পাদক ড.বদিউল আলম মজুমদারকে অভিনন্দন জানানো হয়েছে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুশাসনের জন্য নাগরিক সুজন উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় এক মতবিনিময় সভায় তাকে এ অভিনন্দন জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো.আবদুল হালিম।
সভায় প্রধান অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক, বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও উপজেলা সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুজন উপজেলা শাখার সহসভাপতি সাবেক উপধাক্ষ্য আবি আবদুল্লাহ আহসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো.নাসির উদ্দিন হাওলাদার, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা নারায়ণ কাঞ্জিলাল, সহ সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান, মহিলা সম্পাদক নারী নেত্রী ইসরাত জাহান রুমা, নির্বাহী সদস্য মো.হুমায়ুন কবির, অধ্যাপক মো.আবদুস সালাম, মো.জাকির হোসেন দুলাল, নাজমুন নাহার সিমু, সাংবাদিক মো.আমিনুল ইসলাম ও ইয়ুথ লিডার মো.সাকিবুজ্জামান সবুর প্রমূখ।
সভায় ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন দি-হাঙ্গার প্রজেক্টের গেøাবাল ভাইস প্রেসিডেন্ট, প্রজেক্টের বাংলাদেশের কান্টি ডিরেক্টর ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও গবেষক সুজন সম্পাদক ড.বদিউল আলম মজুমদারকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান করায় বর্তমান অন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্ঠা ড.ইউনুসকে ধন্যবাদ জানান হয়।
এছাড়া সুজনের শাহদীন মালিকসহ বেশ কয়েকজন বর্তমান সরকারের গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পাওয়ায় তাদেরকেও অভিনন্দন জানানো হয়।