মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অংশগ্রহণে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক প্রীতিভোজ-২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক পরিষদের আয়োজনে ফিরোজা আমু ছাত্রীনিবাস মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।
অধ্যক্ষ প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো.আনছার উদ্দিন , সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিন, ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী,আকলিমা মোয়াজ্জেম কলেজে অধ্যক্ষ খাদিজা খানম, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।