সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’ বেগবান করতে ঝালকাঠিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) পুনর্গঠন করা হয়েছে। প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ফের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতির দুটি পদে ছালেক আজাদ খান সোহাগ (পুনরায়) ও শিমুল সুলতানা হেপি নির্বাচিত হন।
রবিবার বিকালে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্যরা হলেন : প্রফেসর মো. লাল মিয়া, ড. কামরুন্নেছা আজাদ, হোসনে আরা হেলেন, গৌতম বণিক, রাবেয়া কবির শিল্পী, মো. হেমায়েত হোসেন, গৌতম সরকার বাবু, এ কে এম শামসুল আলম বেলাল, মো. শহীদ ইমাম পাশা, কবিতা হাওলাদার, সুজিৎ কান্তি বসু ও নজরুল ইসলাম তালুকদার।