মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে ভীমরুলী পেয়ারা বন্দর ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে ¯্ররো সাউন্ড সিষ্টেম ২-০ সেটে রিয়াদ ইনডোরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ভীমরুলী ডিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। কীর্ত্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবেন্দ্র নাথ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন , বর্তমানে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে এটা পরিহার করতে হলে লেখা পড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চর্চা করতে হবে। খেলাধূলার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করতে হবে। আমাদের ঐতিহ্যগত সাংস্কৃতি জাতির সামনে তুলে ধরতে হবে।
পরে বিয়জীদের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। নক আউট পদ্ধতির এ টুর্ণামেন্টে মোট ৩২ টি দল অংশ নেয়।