মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

ঝালকাঠির সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু মৃত্যুতে: আমির হোসেন আমু শোক

ঝালকাঠির সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু মৃত্যুতে: আমির হোসেন আমু শোক

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু (৬০) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শুক্রবার রাত ৮টা ১০ মিনিটের দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুরণ করেন। গতকাল বিকালে তিনি অসুস্থ হলে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হেমায়েত উদ্দিন হিমু পাঁচ বার ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি শোক প্রকাশ করেছেন। শনিবার দুপুরে শেষ বারের মত প্রিয় সংগঠন ঝালকাঠি গ্রেসক্লাব চত্তরে মরদেহ নিয়ে আসা হয়। সেখানে সাংসদ আমির হোসেন আমু পক্ষে এবং দলীয় ভবে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসক জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, রাজাপুর, নলছিটি, কাঠালিয়ার প্রেসক্লাব ও টেলিভিশন  সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কেন্দ্রীয় ঈদগা ময়দানে জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana