রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

ঝালকাঠিতে সমাজসেবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ঝালকাঠিতে সমাজসেবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ঝালকাঠিতে সমাজসেবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বিভাগীয় পরিচালক স্বপন কুমার মুখার্জী বক্তৃতা করেন

‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ স্লোগানে ঝালকাঠিতে সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গ্রামীণ দুস্থ, অসহায় ও কর্মহীন নারীদের ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা-সদস্যদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক স্বপন কুমার মুখার্জী প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার সভাপতিত্ব করেন।

সমাজসেবার উপপরিচালক শাহপার পারভীন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ছিলেন বিশেষ আলোচক। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ বক্তৃতা করেন। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পল্লী মাতৃকেন্দ্র সংশ্লিষ্টরা প্রশিক্ষণে অংশ নেন।

তাদেরকে মাতৃকেন্দ্রের আদর্শ, উদ্দেশ্য, দায়িত্ব, কর্তব্য, ক্ষুদ্রঋণ, আয়বর্ধক কর্মকান্ড প্রভৃতি বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে পল্লী মাতৃকেন্দ্রের সাইনবোর্ড তুলে দেয়া হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana