ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ যুব অধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে কেক কাটা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩১আগষ্ট) সন্ধা ৭টায় সদরের কৃষ্ণকাঠি এলাকায় ঝালকাঠি সদর উপজেলা শাখার যুব অধিকার পরিষদের পক্ষ থেকে কেক কাটা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শাখার শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি সদর উপজেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহব্বায়ক মো. শাহিন খান, এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ন আহব্বায়ক আরিফ সিকদার, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য রিয়াদ সিকদার প্রমূখ।