শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার সাংবাদিকদের জন্য ৩দিন ব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি সার্কিট হাউজের হল রুমে প্রশিক্ষণ শেষে প্রবীন সাংবাদিক চিত্ত রঞ্জন দত্তের সভাপতিত্বে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঠে সনদ প্রদান করেন সমাপনী দিনের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী।
বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ার প্রদীপ কুমার পান্ডে, পিআইবি কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ্ব ভুইয়া নিপুন, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, সৈয়দা মাহফুজা মিষ্টি। চ্যানেল ২৪ ও যুগান্তর প্রতিনিধি আক্কাস সিকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় বক্তারা অনুসন্ধানমূলক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপুর্ণ দিক তুলে ধরে বক্তৃতা করেন। ঝালকাঠি জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেয়।