বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন খান সুরুজের সমর্থকদের উপর আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ৮ টার দিকে সদর উপজেলার গাবখান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে দু’জনকে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।