বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠিতে দৈনিক কালবেলা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে কেকে কেটে পত্রিকাটির বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এস এম রাজ্জাক হোসেন পিন্টু, দৈনিক কালের কণ্ঠ ও এনটিভির স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সবুজ, দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি প্রেসক্লাব সদস্য অলোক সাহা, ঝালকাঠি বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, দৈনিক ভোরের ডাজের জেলা প্রতিনিধি মো: উজ্জ্বল রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলা’র ঝালকাঠি জেলা প্রতিনিধি মো: সামীর আল মাহমুদ।