সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড আজ শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡াবধানে, ঝালকাঠির জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে, মেলা আয়োজন করেছেন। মেলার ২৩টি স্টলে জেলার ৪টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের অর্ধশতাধিক ‘প্রজেক্ট’ প্রদর্শিত হচ্ছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিজ্ঞান ক্লাবের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।