সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে তেলবাহী লড়ির চাপায় আরমান হোসেন আনান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পোনাবালিয়া ইউপি সদস্য ইসমাইল হোসেন সোহাগের ছেলে। আনান ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে বাইসাইকেল নিয়ে বন্ধু সানমুনের সঙ্গে শহরের মিনি পার্ক এলাকায় ঘুরতে আসে আনান। সকাল ১১টার দিকে দুজনেই জেলেপাড়া সড়ক দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি তেলবাহী লড়ি তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয় তাঁর বন্ধু সানমুন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, তেলবাহী লড়িটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana