বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্য মোঃ হেমায়েত উদ্দিন হিমু (বিটিভি) শ্যামল সরকার (এটিএন বাংলা ও এটিএন নিউজ) মোঃ হুমায়ুন কবির (বাংলা ভিশন) ও মোঃ মনির হোসেন (দেশ টিভি) এর স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সন্ধায় টেলিাভিশন সাংবাদিক ফোরাম মিলনায়তননে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনুল হক, জেলা তথ্য অফিসার আহসান কবির ও প্রেসক্লাবের সভাপতি কাজি মোঃ খলিলুর রহমান।
সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, দুলাল সাহা, মোঃ জহিরুল ইসলাম জলিল, অলোক সাহা, আল আমিন তালুকদার, দিবস তালুকদার, এস এম রেজাউল করিম, রিয়াজুল ইসলাম বাচ্চু ও সাকিবুজ্জামান সবুর সহ আরো অনেকে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আয়োজন করেন।
আরও পড়ুন : রাজনৈতিক সংকট নিরসনে কাঠালিয়ায় সুজনের মানববন্ধন