রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
একাউন্টে টাকা না থাকলেও চেক দিয়ে প্রতারণা করায় এনআইএ্যাক্ট মামলায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন। আদেশ ঘোষণার সময়
মামলার আসামী জামাল সিকদার আদালতে অনুপস্থিত ছিলেন। সে ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের গণি সিকদারের পুত্র। মামলার আইনজীবী অ্যাডভোকেট তৈয়বুর রহমান তীরন্দাজ জানান, নলছিটি
উপজেলার নাচনমহল এলাকার সাইফুল ইসলাম তালুকদারের কাছ থেকে টাকা ধার নেয় জামাল সিকদার। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দেয়ায় পরিশোধ করতে চাপ সৃষ্টি করে সাইফুল। একপর্যায়ে টাকা পরিশোধের জন্য ব্যাংকের চেক প্রদান করে জামাল সিকদার। কিন্তু ওই চেকের অনুক‚লে ঋণের সমুদয় টাকা না থাকলে চেকটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅর্নার করে। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর সাইফুল ইসলাম নান্নু তালুকদার বাদী হয়ে আদালতে এনআইঅ্যাক্টে মামলা দায়ের করেন। মামলার বাদী নান্নু তালুকদারের আকস্মিক মৃত্যুতে আদালতের আইনি প্রকৃয়ার মাধ্যমে পরবর্তী আইনানুভাবে মোঃ সোয়াইব ইসলাম বাদী হয়ে মামলা পরিচালনা করেন। মামলার পর্যারোচনা ও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেন।