বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এইচএসসি সমমান পরীক্ষা ২০২২ আগামী ৬ নভেম্বর থেকে সময়সূচী মোতাবেক সুষ্ঠু, নিরপেক্ষ ও মান সম্মত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেনে।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউনুস আলী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হেমায়েত উদ্দিন, প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, জুলফিকার আলী ভুট্টো কলেজের অধ্যক্ষ মো: আইয়ূব আলী তালুকদার, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আমীন, শেরেবাংলা ফজলুল হক কলেজের অধ্যক্ষ মো: নিজাম হায়দার, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মু: শহিদুল ইসলাম, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডলসহ জেলার সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন এইচএসসি পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। এর মধ্যে উলেখ যোগ্য হল কেন্দ্রের আশেপাশে ফটোকপি দোকান বন্ধ রাখা ও কেন্দ্রের ১০০ গজ ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি করা, পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ইত্যাদি সিদ্ধান্তাবলী গৃহিত হয়।