বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ইয়াসের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে ইয়াসের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

নানা আয়োজনে ঝালকাঠির সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরন, গুনীজন সম্মাননা, প্রজেক্ট স্বাবলম্বী কর্মসুচী, ক্রীড়া ও কুইজ প্রতিযোগীতা ও সংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

বুহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আমু বলেছেন, ‘সামাজিক কার্যক্রমে মানবতা জাগ্রত হয়, সেই সাথে সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। এসব কাজে যুবকদেরই অগ্রভাগে ভূমিকা রাখতে হয়। বঙ্গবন্ধুও যুবক ও ছাত্রদের নিয়ে কাজ করতে ভালোবাসতেন। এজন্য আগে ছাত্রলীগ ও পরে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ সবক্ষেত্রেই ছাত্র ও যুবকদের ভুমিকা অপরিসীম। ইয়ুথ অ্যাকশান সোসাইটি- ইয়াসে’র সদস্যরা সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখেছে তা প্রশংসার দাবিদার।’

সংগঠনের সভাপতি আবির হোসেন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম রাব্বি।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহআলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।

সংগঠনের বিগত তিন বছরের বিভিন্ন কার্যক্রম উপস্থিত সকলের সামনে তুলে ধরে বক্তৃতা করেছেন ইয়াস উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।

ইয়াস সংগঠনের নানামূখী কার্যক্রমে সন্তুষ্ট হয়ে এমপি আমু তার ব্যাক্তিগত তহবিল থেকে সংগঠনকে ২লাখ টাকা অনুদান দিয়েছেন।

আলোচনা পর্ব শেষে ইয়াসের পক্ষ থেকে তিন জনকে গুনী সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়েছে। যারা এই সম্মাননা পেয়েছেন তারা হলেন, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম (সদর হাসপাতালের মানোন্নয়ন করায়), সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান (করোনাকালীন সময়ে সংগঠনকে সহায়তা করায়) এবং মো. হাসান মাহমুদ (বধ্যভূমি সংরক্ষণ করায়)।

এছাড়া ঝালকাঠির সন্তান অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়ার মিরাজুল ইসলার মিরাজকে তার কৃতিত্বের জন্য সম্মাননা পুরুস্কার দেয়া হয়।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, দিন ব্যাপী বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান, রক্তের গ্রুপ নির্নয় এবং র‍্যফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana